বঙ্গবন্ধুর আদর মাখা হাতের ছোঁয়া পাওয়া “রওশন আরা”এর রুহের মাগফিরাত কামনায় দোয়া খায়ের

0
321
রওশন আরা

নাটোর কন্ঠ : বঙ্গবন্ধুর আদর মাখা হাতের ছোঁয়া পাওয়া “রওশন আরা”এর রুহের মাগফিরাত কামনায় নাটোরের বিভিন্ন মসজিদে দোয়া খায়ের ও মরহুমার পরিবারের পক্ষ থেকে তবারক বিতরণ করা হয়। আজ বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাটোর শহরে অবস্থিত নূর বাগ মসজিদ, চৌধুরী বাড়ি মসজিদ, দারুসসালাম মসজিদ এবং মীর পাড়া জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুমার স্বামী আবদুর রাজ্জাক পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন মুক্তিযুদ্ধের শুরুতেই পাকসেনারা তার স্বামীকে ধরে নিয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে কর্মরত নিখোঁজ স্বামীর খবর জানতে এবং উদ্ধারের জন্য নাটোরের উত্তরা গণভবনে অবস্থানরত বঙ্গবন্ধুর সাথে দেখা করেছিলেন। বঙ্গবন্ধুর সান্তনা নিয়ে তার জীবনের ৪৮ টি বছর কেটে গেছে।

১৯৭২ সালের নাটোরের উত্তরা গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার মাথায় হাত বুলিয়ে ধৈর্য ধরতে বলেছিলেন তিনি স্বামীহারা রওশন আরা। বঙ্গবন্ধু বলেছিলেন- “মা” “তোমার জন্য আমি আছি” বঙ্গবন্ধুর আদর্শ হাতের ছোঁয়া নিয়ে ৪৮ বছর পরে গত ১১. ০৭.২০২০ ইং তারিখে নাটোর শহরের আলাইপুর এলাকায় পৃত্রালয়ে ছোট ভাইদের সংসারে বার্ধক্যজনিত কারণে না ফেরার দেশে চলে গেছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মরহুমার স্বামী পাকিস্তান থেকে পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়ে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হয়। বাবা ভারতের জলঙ্গি এলাকায় গড়ে ওঠা অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত ছিলেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন ওই একই এলাকায় গড়ে ওঠা মুক্তিযোদ্ধা ক্যাম্পে গিয়েও তিনি মুক্তিযোদ্ধাদের সাথে সময় কাটিয়েছেন।

মরহুমার ছোট ভাই, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি, একুশে টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকার, জেলা প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, নবীউর রহমান পিপলু‘এর মাতৃতুল্য বড় বোন‘এর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের জোনাইলে এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধনলডাঙ্গায় ইউএনওর নেতৃত্বে টিম আমরা ১১ জনের সচেতনতামূলক র্যালী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে