মানুষের অবদান – কবি আসাদজামান এর কবিতা

0
294
Md Asaduzzaman

মানুষের অবদান
আসাদজামান

আমরা কি বলো মরে গেছি ভাই!যুদ্ধ কি গেছি ভুলে?
কতটা ঘুণ ধরেছে বলো আমাদের মনোবলে?
দেশে দেশে শুনি মৃত্যুর গান, করোনা কবলে দেশ
শুনে সে আওয়াজ…..
কেঁপে ওঠে প্রান, ফুঁসে ওঠে মহাদেশ।

তবে কি কিছুই, নেই কি করার, মরবো আমরা শুধু?
মানুষের এই পৃথিবী জুড়ে দেখবে দু’চোখ ধূ ধূ……
পরেছে মানুষ মৃতের পোষাক, মৃতেরা পাচ্ছে প্রাণ
এই যে মানুষ বিলুপ্ত হচ্ছে, সেও মানুষেরই অবদান।

কোন গ্রহ হতে এসেছো তুমি?কোথায় করছো বাস?
তলা কেটে তার বৃক্ষ উজাড় করছো সর্বনাশ!
হিমঘরে যতই রাখা হোক দেহ, তবুওতো সে মৃত!
মৌচাকে সবে মধু নিতে যায় খুঁজেনা কেহ ঘৃত।

সুজলা ধরণী যে পায়ে তোমার বিঁধেছে পেরেক কাঁটা
যার বিষ জ্বালা সয়ে তোমার আজ, বন্ধ হয়েছে হাঁটা।
কাস্তে কোদাল মানুষের হাতে, ইচ্ছেমত খুঁড়ো
তুমি না জোয়ান, তুমি কিশোর, তুমি অন্তিম বুড়ো।

নতজানু আজ সারা পৃথিবী, মৃত্যুর খেলা চলে
এখান থেকে হতে হবে বের, ছলে বলে কৌশলে।
জানি সে ট্রিগার তোমার হাতেই, তুলে নাও রংতুলি
অবিকল এক পৃথিবী আঁকো শত্রুতা গিয়ে ভুলি।

এই সেই হাত, সবুজের স্নেহে রক্তের রঙে লাল
মানুষই কেবল স্বপ্নে বিভোর,যুগ থেকে মহাকাল।
১৩.০৭.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআমার বরষা – কবি সুমন দত্তের কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে গর্ভবতী মায়েদের সেবায় সেনাবাহিনীর বিশেষ মেডিকেল ক্যাম্প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে