কবি দেবাশীষ সরকার‘এর একগুচ্ছ কবিতা

0
377
Debashish Sarker

সবুজের ডাক

সন্ধ্যা থেকেই অবুঝ ধর্ষনে উপড় হয়ে পরে থাকে আমার প্রহেলিকাভরা চেতনারা। পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রনার শিহরন সদ্য রূতুবতী কুমারী কিশোরীর স্তনযুগলে খুঁজে ফেরে ছন্দহীন বর্ণমালা। মগজ পুড়িয়ে মৃত্যুর স্বাদ নিতে নাগরিক নগ্নিকার কামনার স্পর্শ নেওয়াটা কি খুব জরুরী ? থাক আমি হতে চাই না তোমাদের মতো যুগশ্রেষ্ঠ। কষ্ঠিপাথর অথবা পরশপাথরের স্পর্শ প্রয়োজন নেই আমার। টিপটিপ বৃষ্টির অভিমানী সন্ধ্যাটাকে তোমাদের নিষিদ্ধ উত্তাপ থেকে বাঁচাতে চাই, নিজের অপূর্নতা, নিজের তাছিল্যতা আমাকে কুকুরের মূল্য দেয়, আমি ভুলে যাই স্বপ্নের কথা, শুরু হয় জীবন্ত হৃদয়ের রক্তবমন। চাঁদকে আমার বড় ভয় জানো, ওর শান্ত স্নিগ্ধ জোৎস্নায় আমার আস্থা নেই, সতীত্বের অনিবার্যতায় সূর্যকে আমি চাই, চাই প্রখর উত্তাপ, দেখে নিও দীর্ঘশ্বাসের চৌকাঠ মাড়িয়ে ধূসরতা ছাপিয়ে একদিন সবুজের সমারোহে আমি যাবই …..

শ্লোগান

কবিতা তৈরী হয়েই আছে, শব্দগুলো প্রস্তুত, বাক্যগুলো বার বার হৃদয়ের অন্দরে দিচ্ছে হানা, শুধু লিখবার অপেক্ষা, কবির মুখে তখন পান চিবানোর প্রশান্তি, চোখ ঈষৎ নির্মিলিত, ঠোটে হাসির ছটা। কখন যেন ফেটে পড়বে শব্দের মিছিল। শ্লোগানে শ্লোগানে মুখরিত হবে কবিতার খাতা।

স্তব্ধতা

প্রতিনিয়ত মাথা সোজা করতে চাই কি আমি! নাকি শির দাঁড়া ভাঁজ হয়ে যাওয়া অস্তিত্বে হারায় মুক্তমন!
তেলাকুচা পাতার ফাঁকে যখন টুনটুনি করে গান, ডুমুর পাতা জোড়া দিয়ে তুলোর আবরনে ঢেকে বানায় বাসা, তখন সে ভাবে কি কতদিন থাকবে সু-সময়? কি জানি!
আমার তো স্বকীয়তা নেই, নেই আত্মসম্মানের বালাই। গাবের ফুল গুলো অনাদরে মালা হয় কি! নাকি ছাগল খুটে খুটে খায় শেষ বেলায়, হয়তো জেলেদের নাকে লাগে সুবাস আগামী ফলের আশায়।
দেখো আমি যাকে ভালোবাসি, সেও ভালোবাসার অন্য অর্থ খোঁজে, বোঝে মাথা নোয়ানোর ভাষা।
কিন্তু মাথা নোয়ালেই পতন হয় শেষ ভরসা টুকুর,
তবে মুক্তি কোথায়! কিসে মর্যাদা!
বর্ষার ভিজে স্তব্ধ বাতাসে মিশে থাকে পাকা আনারসের স্বাদ, কাঁঠালের মৌ কিংবা কামিনীর শেষ বেলার সুবাস..
বলতে পারো বন্ধু – ভাই – প্রিয়া হে আমার…?
তোমার স্তব্ধতায় আমি আরো ভয়াবহ নিস্তব্ধতার
জগতে যাই হারিয়ে……

Advertisement
উৎসDebashish Sarker
পূর্ববর্তী নিবন্ধশারীরিক প্রতিবন্ধী রাসেল বাঁচতে চায়
পরবর্তী নিবন্ধকবি রফিকুল কাদির‘এর দুটি কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে