কুরবানি ঈদ কে সামনে রেখে ব্যস্তময় এখন নলডাঙ্গার কামার পল্লীগুলো

0
366
Kamar
নলডাঙ্গা, নাটোরকন্ঠ: কুরবানি ঈদ কে সামনে রেখে ব্যস্তময় এখন নলডাঙ্গার কামার পল্লীগুলো। সকাল থেকে রাত, হাতুড়ির টুংটাং আর হাঁপরের ফসফস শব্দ শুনলেই বুঝা যায় কতটা ব্যাস্ত কামারপল্লী গুলো। নলডাঙ্গার কামার’রা কুরবানি ঈদকে সামনে রেখে ও চলমান পাট কাটা মৌসুম এর জন্য দিন থেকে রাত কাজে ব্যস্ত।
ধাতব লৌহাকে পিটিয়ে ইচ্ছে মতো নানা ধরনের যন্ত্রপাতি তৈরি করছে কামার’রা দক্ষ হাতে,এ যেনো অনন্য এক শিল্প। পাট কাটা ও কুরবানির জন্য এখন দা,হাসুয়া,বটি,কাঁচি,ছুরি,কাটারি তৈরির অর্ডার বেশি। এগুলোর দাম ও বিভিন্ন রকম, কাঁচি ৬০-২০০ টাকা,হাসুয়া ৪০০-৬০০টাকা,বটি ২০০-৩০০ টাকা, দা ৬০০-৮০০ টাকা,ছুরি ৪০০-৬০০ টাকা,কাটারি ৫০০-৭০০ টাকা।
নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ কামার পাড়ার গনেশ কর্মকার বলেন জন্ম থেকে তিনি এ কাজ করছেন, প্রতিবছর ই কুরবানি ঈদে সব কাজের অর্ডার বেড়ে যায় তাই দম ফেলানোর সময় নেই এখন। আরেক কামার গোপলা কর্মকার বলেন পাট ও কুরবানি মৌসুম একসাথে হওয়ায় তাদের নির্ধারিত সময়ে অর্ডার দিতে বেগ পেতে হচ্ছে।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে পাষন্ড স্বামী
পরবর্তী নিবন্ধমানুষের কষ্ট দেখলে ঘরে থাকতে পারিনা -পলক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে