ডিবি পরিচয়ে ফাঁসাতে গিয়ে আটক সোহেল ব্যবহৃত দামি গাড়িটি কার? প্রশ্ন জনমনে

0
1120
Shahin

 নাটোর কণ্ঠ; নাটোরের দিঘাপতিয়া এলাকায় পর্যটক এর ব্যাগে ডিবি পরিচয়ে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিলি ধরা খেয়েছেন এলাকার ফিটিং শাহিন নামে খ্যাত শাহীন। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা হয়েছে। বেশ কয়েকটি মামলা এর আগেও তার নামে রয়েছে। সে সমস্ত মামলায় আজকে তাকে কোর্টে চালান দিচ্ছে সদর থানা পুলিশ।

কিন্তু জনমনে প্রশ্ন তার ব্যবহৃত ওই দামি মোটরসাইকেল টি কার? নাম প্রকাশে অনিচ্ছুক দিঘাপতিয়া এলাকার বেশ কয়েকজন ব্যক্তি জানান, বিভিন্ন মানুষের কাছে টাকার বিনিময় শাহীনের নেতৃত্বে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে একটি চক্র। যদি পুলিশ এই চক্রের বিরুদ্ধে অভিযানে নেমেছে। একজন ভুক্তভোগী জানান গত বছর তার দুই বিঘা জমি জোরপূর্বক দখল করে নেয় শাহীন ও তার লোকজন। পরে বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের দ্বারস্থ হলে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে প্রভাবশালী এক নব্য আওয়ামী লীগ নেতার সমর্থক হওয়ায় আইনের মারপ্যাঁচ থেকে বারবারই সে রক্ষা পেয়ে যায়।

সচেতনমহল দাবি করেন, শাহিনের পরিবারের আর্থিক অবস্থা এত ভালো নয় যে সে ঐরকম একটি দামি মোটরসাইকেল ব্যবহার করবে। তাহলে তারা ব্যবহৃত মোটরসাইকেল ও টাকার উৎস কি? আদৌ কি মোটরসাইকেল টিতার? নাকি কোনো প্রভাবশালী ব্যক্তির মোটরসাইকেল এই সমস্ত অপকর্মে ব্যবহার করেন তিনি। প্রশাসনের কাছে দাবি জানিয়েছে সচেতন মহল শাহিনের আদ্যোপান্ত তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এখনও গাড়ির কাগজপত্র যাচাই করা হয়নি, তবে গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে ইতিপূর্বে তার বিরুদ্ধে মামলা রয়েছে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং আইনানুযায়ী যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার দরকার সব আমরা করবো। ইতিমধ্যেই অভিযান পরিচালিত হচ্ছে সহযোগীদের ধরতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে। নাটোর জেলায় আর কোথাও যদি এরকম প্রতারকচক্র থাকে তাদের সম্পর্কে তথ্য প্রদান করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান এ সময় তিনি আরো বলেন, তথ্য প্রদানকারী দের পরিচয় ও সকল তথ্য গোপন রাখা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে যুবতীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধনাটোরে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে