বড়াইগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

0
206

বড়াইগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

“মুজিব বর্ষের আহবান,লাগাই গাছ বাড়াই বন”- এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।আজ (১৯ জুলাই)রবিবার উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বড়াইগ্রাম উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি গাছের চারা রোপন করা হবে। তারই আলোকে বড়াইগ্রামেও ব্যাপক পরিমাণে গাছের চারা রোপন এর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান স্কুল-কলেজ রাস্তার দু’ধারে গাছ লাগানোর জন্য সবাইকে অনুরোধ জানান।

এসময় উপজেলার মোট ৬৯ জন সদস্যের মধ্যে বিভিন্ন ধরনের ২০৭ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুর নন্দকুজাঁ নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন
পরবর্তী নিবন্ধবনপাড়া পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে