কবি শাহিনা খাতুন‘এর দুটি কবিতা

0
259
Shaheena Ronju

মনে রেখো

কোনো গল্প অথবা
কোনো কবিতা
একগুচ্ছ কদম অথবা
নানা রঙের জারবারা
সব যদি নিরস
লাগে কোনদিন
তবে মনে রেখো
বেদনার্ত মনে
ঐ আসমানে
গাছের সবুজ পাতায়
বেগুনি ঘাস ফুলে
তোমায় খুঁজেছিলাম।

ভিজছে সেও

দীর্ঘ পথ সারি সারি বকুল গাছ
গাড় হালকা আরো হালকা সবুজ পাতা
ভাঙা ফুটপাতে স্বেত টগর
প্লাস্টিকের নীল চেয়ারে ব্যাংকের বুথে
ভীত হয়ে বসে আছে সে
পরণে চোখ ধাঁধানো সুরক্ষা পোশাক
দু চারটা গাড়ি থেমে থাকে।
বৃষ্টি নামে কখনো টুপটাপ
কখনো অঝোর ধারায়
বৃষ্টি নামে বকুল পাতায় টগর ফুলে
বৃষ্টি নামে ট্রাফিক পুলিশের রঙিন ছাতায়।
রিক্সাওয়ালার কাপড় ভেজে
ছোট দোকানের রুটি ভেজে কলা ভেজে
চায়ের চুলোর আগুন ভেজে
সবুজ হলুদ ডাব ভেজে
রহিমা বিবির সংসার ভেজে
নগর প্রেমিক ঐ দেখে যাও
আজ ভিজছে সেও শিশুর মতো।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোরে নকল ইলেকট্রিক তার কারখানার সন্ধান
পরবর্তী নিবন্ধবৃষ্টি কথা -কবি নির্মল এস পলাশ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে