শুধু তোমার -কবি শাহারা খান, যুক্তরাজ্য প্রবাসী

0
433
Shahara Khan

শুধু তোমার

কবি শাহারা খান, যুক্তরাজ্য প্রবাসী

যখন আমি চলে যাবো,
জায়নামাজে বসে তুমি,
আমার জন্যে কাঁদবে কি?

যখন আমি চলে যাবো,
রাত জেগে আমার কথা,
তুমি ভাববে কি?

যখন আমি চলে যাবো,
ডাইনিং টেবিলের পাশে,
ঐ ফাঁকা চেয়ারে,
তোমার নজর পড়বে কি?

যখন আমি চলে যাবো,
অফিস যাত্রাকালে আমার চেহারা,
তোমার চোখে ভাসবে কি?

যখন আমি চলে যাবো,
কাজের ফাঁকে ফাঁকে,
ভুল করে আমায় কল করবে কি?

যখন আমি চলে যাবো,
দুচোখ ভরে আর কারো
স্বপন তুমি দেখবে কি?

যখন আমি চলে যাবো,
আমার ঐ শূন্য স্হানে,
আর কাউকে বসাবে কি?

যখন আমি চলে যাবো,
পারবে কি আমায় ভুলে থাকতে?
ঐপারে থেকেও আমি চাই,
শুধু তোমার হয়ে রইতে।

Advertisement
উৎসShahara Khan
পূর্ববর্তী নিবন্ধকবি গোলাম কবির‘এর একগুচ্ছ কবিতা
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে করােনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে