নাটোরের সিংড়ায় বন্যার পরিস্থিতি অবনতি

0
218
Flled

নাটোরকন্ঠ: নাটোরের সিংড়ায় বন্যার পরিস্থিতি অবনতি ঘটছে।লালোর ইউনিয়নে বন্যার পরিস্থিতি অবনতি ঘটছে। প্রায় হাজার পরিবার পানিবন্দি। ঘর ছেড়েছে প্রায় শতাধিক মানুষ। ইতোমধ্য শেরকোল – লালোর রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় ৭/৮ টি গ্রামের বিভিন্ন ঘরবাড়ি পানির নিচে। সরেজমিন পরিদর্শন করেছেন লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রুবেল হোসেন।

লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রুবেল হোসেন জানান, বিলহালতি ত্রিমোহনী কলেজের সামনে রাস্তার পরিস্থিতি খুব খারাপ। রাস্তা ভেঙ্গে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে লালোরের সাথে নাটোরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার জানান, ইউনিয়নে খোঁজ খবর নেয়া হচ্ছে, ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ত্রাণ সামগ্রী দেয়া হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধচলনবিলে বন্যায় মাছ মারতে ব্যস্ত মৎস্যজীবিরা
পরবর্তী নিবন্ধনাটোরের ১৫০ জন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারিদের মাঝে জেলা প্রশাসনের খাদ্য সহায়তা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে