বড়াইগ্রাম, নাটোর কণ্ঠ: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে বনপাড়া পৌরসভার হাড়োয়া আবদাল পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ছোট ছোট স্থানীয় ছেলেদেরকে দীর্ঘদিন থেকেই খেলাধুলা ও বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে সংগঠনের অপতৎপরতা চালাচ্ছিল এই সমস্ত নেতাকর্মীরা। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম হাড়োয়া আব্দুল পাড়া জামে মসজিদ থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন সাথী শাখার বনপাড়া পৌরসভা ও মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে নাহিদ হাসান মুন্না, সাথী শাখার সাধারণ সম্পাদক ও চর নোটবাড়িয়া গ্রামের আক্কাস আলী খাঁ এর ছেলে তরিকুল ইসলাম, সাথী শাখার কর্মী ও সর্দার পাড়ার ইয়াকুব আলীর ছেলে আব্দুল্লাহ, জামাত ইসলামৌ কর্মীও হাড়োয়া পূর্বপাড়া এলাকার মৃত আকবর আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম মোল্লা, এবং হাড়োয়া আবদাল পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও এলাকার আবদুস সামাদের ছেলে সালাউদ্দিন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান আটককৃতদের বড়াইগ্রাম থানায় প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।