মানুষ খুঁজি – কবি রেজাউল করিম রেজা‘এর কবিতা

0
445
Rezaul Karim

মানুষ খুঁজি

কবি রেজাউল করিম রেজা

চিড়িয়া খানায় জন্তু দেখেছি
কুৎসিত,রঙ্গিন,সাদা,কালো,ডোরাকাটা
নানা রঙ্গের নানা বর্ণের
কোন প্রাণি দেখতে কুৎসিত,কেউ শান্ত,
কেউ ভয়ঙ্কর,কেউ সুন্দর।
তারা যা তাদের চেহারাই তাই
তাদের আকার অবয়ব স্বভাব বলে দেয়
তারা কতটা ক্ষতিকর।
কিন্তু মানুষ তাদের কি চেনা যায়
সুন্দরের ভিতর লুকিয়ে থাকে বিভৎসতা
অথচ কাল বেটে কুৎসিত মানুষ হতে পারে
পরম বন্ধু, যাকে দিয়ে উপকৃত হয় সমাজ
ময়লা জীর্ণ দ্রব্য যেমন পরিত্যাজ্য
কিন্তু মানুষ তা হয়না।
মানুষের ভিতরে লুকিয়ে থাকে ভয়াল বিভৎসতা
স্বার্থের কানা গোলিতে মানুষকে বানায় ভোগ্যবস্তু
আবার মানুষই তার ত্যাগ সেবা দিয়ে হয়ে উঠেন দেবতা
তাই মানুষকে চেনার চেষ্টা করি,
জানার চেষ্টা করি
তাদের স্বরূপ দেখব বলে যা নয় তাই করি
কিন্তু চিনতে পারিনা।
স্বার্থান্ধ মানুষের লোলুপতায় স্বরবিদ্ধ হই
চেতনার কোষ গুলো ব্যথায় নীল হয়ে যায়
চেতনার সহযাত্রীরা অযাচিত উপদেশ দেয়
খুঁজে পেতে কষ্ট হয় কোনটি সঠিক আর কোনটি ভূল।
মাুষরূপী এই অমানুষগুলোকেই চিনতে পারি না
চোখের সামনে সেলুলয়েডের মত ভেসে উঠে
কিছু মুখ,
কি বিচিত্র রঙ্গের বিচিত্র চরিত্রের
সুন্দর চেহারার কদাকার নিষ্ঠুর ভয়ঙ্কর প্রাণি।
তাই মানুষকে খুঁজে বেড়াই
বুঝতে পারিনা কোনটি মানুষ আর কোনটি প্রাণি।

নাটোর, তাং-১৩-০৬-২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় পোনা মাছ অবমুক্ত ও মাছের খাদ্য বিতরন
পরবর্তী নিবন্ধশিষ্যের ঘ্রাণ – শোয়াইব জিবরান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে