নাটোরে অনুমোদনহীন সাপের খামারের সন্ধান
নাটোর কণ্ঠ: নাটোরে অনুমোদনহীন ভাবে গড়ে ওঠা এক সাপের খামার এর সন্ধান পাওয়া গেছে। নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী কাটোয়া গাড়ি এলাকায় এই সাপের খামার গড়ে তুলেছেন শাহাদাত হোসেন। শখের বসের খামারটি গড়ে তুললেও বর্তমানে তা বাণিজ্যিক ভিত্তিতে রূপান্তরিত পেয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনরকম প্রশিক্ষণ ছাড়াই অবজ্ঞৈনিক পদ্ধতিতে গড়ে তুলেছেন এই সাপের খামার। খামারি শাহাদাত হোসেন নিজেই জানেন না কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। চারিদিকে বন-জঙ্গল আর আবাদি জমি তারি মাঝে গড়ে তুলেছেন তার সাপের খামার। খাবারে নেই কোনো বৈদ্যুতিক সুবিধা এমন কি কাজ দিয়ে ঘেরাও নয়। অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় খামারের সাপ যেকোনো মুহূর্তে এলাকায় বিপদ ডেকে নিয়ে আসতে পারে বলে মন্তব্য স্থানীয়দের। খাওয়া টিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০টি সাপ থাকলেও নেই সরকারি অনুমোদন কিংবা বৈধ কোন কাগজপত্র।
স্থানীয় পরিবেশ কর্মী ও পাখিপ্রেমী ফজলে রাব্বি জানান, বিষয়টি আমাদের নজরে আসার পরেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
এদিকে নলডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।