দেখা হতে পারতো
কবি রুমি চৌধুরী
আমাদের দেখা হতে পারতো
কোন রোদনিকোনো উঠোনের নিঝুম শিউলিতলায়
কোন বকুলঝরা চৈত্রের ভর দুপুরে
অথচ দেখা হলো ভরা যুদ্ধের ময়দানে
সম্মুখসমরে রত যুদ্ধংদেহী দুই সৈনিক সংখ্যায়।
আমাদের দেখা হতে পারতো
কোন ভালোবাসা দিবসের ঘোরলাগা সন্ধ্যায়
শিরীষতলায় কিংবা ওয়্যার সিমেট্রির শীতল ছায়ায়
অথচ দেখা হলো বিষাদক্লান্ত নিঃশব্দ দহনে রত
চরম অশুভ ছোঁয়া নিকষ অমানিশায়।
আমাদের দেখা হতে পারতো
তপ্ত রোদে পোড়া উত্তপ্ত মিছিলের অগ্রভাগে
দেখা হতে পারতো গণসংগীতের বিপ্লবী মঞ্চে
অথবা সাম্যবাদী কোন জরুরী আলোচনা সভায়।
অথচ আমাদের দেখা হলো
নিতান্ত আটপৌরে সময়ের নীরস স্বপ্নহীনতায়
নিয়তির চাদর পরা মাঘের জরাজীর্ণতায়
বেলা শেষের কালে অনাহুত অবেলায়।
Advertisement