নাটোরে করোনা ও বন্যার এ সময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে ছাত্রলীগের উদ্দাম নৌকা ভ্রমন

0
474

নাটোরে করোনা ও বন্যা কালীন সময়ে বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ছাত্রলীগের উদ্দাম নৌকা ভ্রমন

নাটোর কণ্ঠ; একদিকে চলছে করোনার ভয়াবহ সংক্রমণ অবস্থা অপরদিকে বন্যায় ডুবে গেছে চারদিক। এমন সময়ে চলনবিল অধ্যুষিত চামারী ইউনিয়ন এর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মৃধা সার্বিক সহযোগিতায় নৌকা ভ্রমনের বিলাসিতা। নৌকায় চলছে ডিজে সাউন্ড সিস্টেম বাজিয়ে উদ্দাম নৃত্য। কারো মুখে কোন মাস্ক নেই, নেই কোন স্বাস্থ্যবিধির বালাই। এদিকে গতকালই সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন এর পাশেই কলম এলাকায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে একজন।

একদিকে করোনার ভয়াবহ সংক্রমণ, মারা যাচ্ছে মানুষ, অপরদিকে যেখানে মানুষ বন্যায় ডুবছে, ঘরে খাবার নেই, অসহায় অবস্থায় দিন পার করছে অধিকাংশ মানুষ, যেখানে বিভিন্ন স্থানের ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে, সেখানে চামারী ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের এমন কর্মকান্ড প্রশ্নবিদ্ধ করেছে এমনটাই অভিমত সচেতন মহলের।

শুধু তাই নয় তাদের ভ্রমণ আবার লাইভ সম্প্রচার করা হচ্ছে ফেসবুকে। যা দেখে সমালোচনায় মুখর হয়ে উঠছে সবাই। অনেকে বলছেন, দায়িত্বশীল একটি সংগঠন ছাত্রলীগ, তাদের কর্মীদের এমন অবিবেচনাপ্রসূত কর্মকান্ড আমাদের ব্যথিত করে। এমনটা উচিত নয়। মানুষের কষ্টে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার। তবে কেন তারা এমন একই সময়ে নৌকাভ্রমণে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইব্রাহিম খলিলুল্লাহ দুলাল নামে এক ব্যক্তি তার ফেসবুক পেইজে বিষয়টি লাইভ করছিলেন। তাতে যা লেখা রয়েছে তা হুবুহু নিম্নে তুলে দেয়া হল….

চামারী ইউনিয়ন ছাত্রলীগের উদ্দগ্যে নৌকা ভ্রমণ -২০২০,

সার্বিক সহযোগিতায় জনাব, মোঃরশিদুল ইসলাম মৃধা, চেয়ারম্যান চামারী ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক চামারী ইউনিয়ন আওয়ামীলীগ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধস্মৃতির পাঠশালা -লেখক নাজনীন নাহান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু সৈনিকলীগের বড়াইগ্রাম উপজেলা সভাপতির ঈদ শুভেচ্ছা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে