নাটোরের তেবাড়িয়া হাটে অতিরিক্ত খাজনা আদায়, ২০ হাজার টাকা জরিমানা

0
635

নাটোরের তেবাড়িয়া হাটে অতিরিক্ত খাজনা আদায়, ২০ হাজার টাকা জরিমানা

নাটোর কণ্ঠ: এবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালো নাটোরের তেবাড়িয়া হাটে। অনেকদিন থেকেই অভিযোগ উঠেছিল কোরবানিকে সামনে রেখে এবারের হাটে অতিরিক্ত টোল বা খাজনা আদায় করা হচ্ছে। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর নির্দেশে তেবাড়িয়া হাটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করে পাওয়া যায় অভিযোগের সত্যতা। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী অফিসার আবু হাসান হাট কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এবং ভবিষ্যতে যাতে এরকম অতিরিক্ত টোল আদায় করা না হয় তার জন্য সতর্ক করে দেন। ভবিষ্যতে অতিরিক্ত খাজনা বা টোল আদায় করা হলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআবারো বাঁধ ভাঙ্গল, এবার সিংড়া কলকলি বাঁধ ভেঙ্গে ১০ টি গ্রাম প্লাবিত
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি শিমুল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে