চাষাবাদ
কবি বনশ্রী বড়ুয়া
তুমি আমার গ্লানিটুকু নাও
অন্যরা পাক ভোরের শিশির করতল ছুঁয়ে দীঘি
শরীরে সঞ্চারিত গভীর শীতল জল।
তুমি আমার দহনটুকু নাও
খোলা উষ্ণতা, ভরা যৌবন আর বিবস্ত্র মৃত্তিকার
নরোম স্পর্শে মাতুক না হয় ধরা।
তুমি আমার দ্বিধাটুকু নাও
সোনালী চুলের আবেশ,সমুদ্রের গোপন গর্জনে
অন্তরালে ভাসুক অনাদায়ী প্রেম।
তুমি আমার পাপটুকু নাও
উন্মুক্ত জানালার গ্রীলে চুমু খেয়ে যাক অচেনা বিহঙ্গ
বিবর্ণ প্রজাপতি সাজাক ফুলেল বাসর।
তুমি শুধু যত্নে লালিত অলিন্দের কাদামাটি চষে
যাবতীয় পাপে-তাপে নতুবা উত্তাপে
গড়ে তোল পলাতক প্রেমের
মাতাল সংসার…
শ্রী…
Advertisement