আষাঢ়ে গদ্য
কবি চন্দনা রায় চক্রবর্তী
বোবা রক্তস্রাবে দুঃসময়ের জলছাপ
কেমন যেন অস্পষ্ট ।
অনির্দিষ্ট পথ আসন্ন প্রসবের সীমা থেকে
শিরা উপশিরা বেয়ে,
মৃত্যু পরবর্তী রাইগর মর্টিসের কোণ কিনারা
ভেদ করে, মস্তিষ্কের দরজায় অনবরত কড়া নাড়ে।
পঞ্চরিপুর অবদমিত শোকর্বাতা
গ্রহণযোগ্যতা হারিয়েছে কবেই।
তবু বিপ্রতীপ কোণের জঠরে
অনাবশ্যক হৃদয় বৃত্তান্ত, আলগোছে
পাতলা আস্তরণের মোহে পড়ে আছে।
ফুসফুসের জালকের, মৌনতার
নিস্পৃহ আবরণী ভেদ করে,
অযোগবাহ শব্দ গুলো কখন যেন,
বিস্তৃতির ধারাবিবরণী শুনিয়েছে।
তবু শব্দের কঠোরতা, মানসিক স্তর
অতিক্রম করতে না পারায়
চিরন্তন কবিতার বাচস্পতি
তথাকথিত আষাঢ়ে গদ্যের তকমা পেয়েছে।।
Advertisement