নাটোরের সিংড়ায় বন্যার্তদের পাশে উপজেলা চেয়ারম্যান শফিক

0
221

সিংড়ায় বন্যার্তদের পাশে উপজেলা চেয়ারম্যান শফিক

অাবু জাফর সিদ্দিকী, সিংড়া
রবিবার (২৬ জুলাই) সকাল ৬টায় সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত
২ সেন্টিমিটার কমে বিপদসীমার ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সোমবার (২৭ জুলাই) তা কমে ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যেই শুকাশ বাদে ১১ টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রায় সকল ওয়ার্ডেই পানি প্রবেশ করেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রবিবার দিনব্যাপী আত্রাই নদীর পানি কমলেও বেড়েছে জলাবদ্ধতা। পানির প্রবল স্রোতে উপজেলার কতুয়াবাড়ী-বলিয়াবাড়ি রাস্তার মহেশচন্দ্রপুর কলকলি নামক স্থানে দুপুরে বাঁধ ভেঙে গেছে। এতে কলম-চাঁনপুর বিলে পানি প্রবেশ করছে। প্লাবিত হয়েছে কলম, কুমারপাড়া, বলিয়াবাড়ি, জগতপুর, নজরপুর, কলকলিপাড়াসহ ১০টি গ্রাম।

তাৎক্ষণাত নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার অাশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ভিপি শফিক।

উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম ভিপি শফিক জানান, বন্যা পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা পরিষদ ও তাঁর ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা চলমান রয়েছে বলেও জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় মৎস্য সপ্তাহ -২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে