নলডাঙ্গা,নাটোর কন্ঠঃনাটোরের নলডাঙ্গা উপজেলার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক- কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে মাদরাসা, কারিগরি ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিওভুক্ত শিক্ষকদের চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন, এবং নলডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আনসারি সহ নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।
এ সময় নাটোর -২ সদর, নলডাঙ্গা সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল মোবাইল ফোনে বলেন,নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এমনিতেই মানবেতর জীবন যাপন করেন।সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা আরো মানবেতর জীবন যাপন করছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিওভুক্ত শিক্ষকদের প্রণোদনা দিয়ে তাদের দুঃখের সাথী হয়েছেন। আগামীতে যোগ্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি।পরে নলডাঙ্গা উপজেলার ৪২ জন নন-এমপিও শিক্ষকদের মাঝে ২ লক্ষ ১০ হাজার টাকা ও ২৪ জন নন-এমপিও কর্মচারীদের মাঝে ৬০ হাজার টাকার প্রণোদনার চেক বিতরণ করা হয়।