পিতা তোমায় মনে পড়ে -কবি রাজিব এক্কা রাজ‘এর কবিতা

0
412
Rajib Ekka Raj

পিতা তোমায় মনে পড়ে

কবি রাজিব এক্কা রাজ

শোকাবহ আগস্টে পিতা তোমায় মনে পড়ে
এ হৃদয় হতে কষ্ট ঝরে
তুমি যদি কভু আসিতে ফিরে
পাহাড়সম দুঃখ- বেদনা যেত দূরে।

আজো আমরা কাঁদি বাঙালি
তুমিবিনে রাজপথ লাগে খালি খালি
তাই মুজিব নামের সুর কন্ঠে তুলি
তোমার কথা যায় বলে বাংলাদেশের নদীগুলি ।
পিতা তোমায় স্মরণ করে সবুজ- বন বাংলার মাটি
এই বুঝি বাংলাদেশে আসছো ছুটি
রোজ রাত্রি ভোরে তোমায় ভেবে চমকে উঠি
বিরহে শোকে ভিজেয়ে দেই বালিশটি।

Advertisement
উৎসRajib Ekka Raj
পূর্ববর্তী নিবন্ধকুরবানী মানে -কবি জসিম উদ্দিন খান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধফেনী নদী -কবি দোলন মল্লিক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে