সেজুঁতি তোমায় বলছি -কবি শাহজাহান সিরাজ‘এর কবিতা

0
343
শাহজাহান সিরাজ

সেজুঁতি তোমায় বলছি

কবি শাহজাহান সিরাজ

তোমার সন্ধানে সেজুঁতি
দিয়েছি এ পথ পাড়ি।
জানিনা তোমায় খুঁজে পাবো কিনা,
নাকি অকারনে করছি ঘুরাঘুড়ি।।
সেজুঁতি আমি জানিনা তোমার কোন পরিচয়।
তবু দিক বেদিক ছুটে চলি
হয়ে আবেগময়।
হয় যদি কখনো পরিচয় জানাজানি
কেউ যেন নাহি করে তা নিয়ে কানাকানি।
এতোটা পথ হেটে আমি আজ বিষণ ক্লান্ত,
অনেক রাত হয়েছে সেজুঁতি
পৃথিবী এখনো শান্ত।।
তোমার সন্ধানে কেনবা আমি হাটলাম এতোটা পথ।
সবায় হাটে তাই আমিও কি হাটিবার রাখি হিম্মৎ ??
না সেজুঁতি না!
আমি একটু ব্যাতিক্রম,
আমার দেহের ভিতর মন নেই,
মনটা ঘুরে শুধু আকাশে।
এদিক ওদিক চেয়ে দেখি তুমিও নাই তার পাশে।
সেজুঁতি!
আমার দেহখানা ভবঘুরে,
শুধু তোমার সন্ধানে।
সে কথা তুমি তো জানোনা শুধু আমার মন জানে।
সেজুঁতি!
তোমায় দেখার মতো হয়তো আমার চোঁখ নেই,
তাই আমি অন্ধ।
তবে তুমি যে আমাকে দেখছো না তাই!
পাঠক বলছে নাতো তোমায় মন্দ্ব।
তবে তুমি যাদের দেখেছো
সেজুঁতি তাদের ব্যাপারে আমার
কোন কথা নেই, ব্যাথা নেই, নেই কোন দ্বন্দ্ব।
আমি শুধু তোমাতে খুঁজি
ছন্দ নিত্যের গন্ধ।।
আহ্ কি সুবাতাস!সু-ঘ্রান!
সে কি তুমিই সেজুঁতি!
আমাকে দেখার মতো কেউ নেই।
বলতে পারি তোমার অপেক্ষায়
এই তো আজও বেঁচে আছি এই আমি।
বেঁচে আছি তবে আমি তো ভাল নেই!
যারা আমাকে দেখেছে
ওদেরও আজ আমার কথা মনে নেই।
সবায়ই স্বার্থপর!
আমার মতো।
তাই তো আমি
তোমার মাঝে বেঁচে থাকতে চাই।
বেঁচে থেকে বলতে যেন পারি
সেজুঁতি’র সন্ধান পেয়ে এখনো বেঁচে আছি
এই আমি।।
সেজুঁতি তোমার সন্ধানে
আগের চেয়ে একটু ভাল আছি এই আমি।
সেজুঁতি তুমি কি জানো?
এক টুকরো সুখ অনেক দামী।
কিন্তু,
আমি জানি এক বিন্দু দুঃখ
তার চেয়ে ও বেদনাময়ী।
সেজুঁতি!
ক্ষনিক সুখে তুমি না হয়
আমায় আছো ভুলে,
চির দুঃখি মানুষটার মন
দেখলে না তো একবার ছুয়ে।
সেজুঁতি!
সুখ যে দিন ভর করিবে
আমার মনের নীড়ে,
আমার খোলা বাতায়ন
বন্ধ হবে হাজার লোকের ভীরে।

Advertisement
উৎসশাহজাহান সিরাজ
পূর্ববর্তী নিবন্ধনিজের গ্রামের মসজিদে নামাজ আদায় করেছেন এমপি বকুল
পরবর্তী নিবন্ধনাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর গুরুদাসপুর নয়াবাজার সাবষ্টেশন বিষয়ে দৃষ্টি আকর্ষন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে