বরাবর, জেনারেল ম্যানেজার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২, বনপাড়া, বড়াইগ্রাম,নাটোর
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ বনপাড়া এর আওতাধীন গুরুদাসপুর জোনাল অফিস এর জন্য নির্ধারিত ধারাবারিষা নয়াবাজার বিশ্বরোড সাব ষ্টেশনের কাজ শেষ না হতেই সীমানা প্রাচীরের চার কোনায় ফাটল ধরেছে। উক্ত সাব ষ্টেশন স্হাপনের জন্য নয়াবাজার বিশ্বরোডের পাশে প্রায় মাটি দিয়ে ১৫ফুট উঁচু করা হয়েছে। মাটি যাতে ধসে না যায় সেজন্য চারদিকে সীমানা প্রাচীর দেওয়া হয়। অথচ কাজ শেষ না হতেই সীমানা প্রাচীর ফাটল ধরেছে। এতেকরে আশংকা করা হচ্ছে যে, আর দুই একবার প্রবল বর্ষন হলেই প্রাচীর ভেঙ্গে পড়ে যাবে। আর প্রাচীর ধসে পড়ার সাথে সাথে সাব ষ্টেশনের নির্ধারিত জায়গার ভরাট মাটি বৃষ্টির পানির সাথে ধুয়ে চলে যাবে। এতে করে উক্ত সাব ষ্টেশন হুমকির মুখে সম্মুখীন হবে। তাই বিষয়টি জনস্বার্থের দিক বিবেচনা করে পুনরায় প্রাচীর রিপিয়ারিং করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।