কথা -কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
354
আজাদুর রহমান

কথা

কবি আজাদুর রহমান

মানুষের মুখের দিকে তাকালে
নিজকেও মিথ্যাবাদী মনে হয়।
ভাল করে একটা আলাপ করা যায় না।
এমন কি
আমার ভুলটা!
তার ঠিকটা,
সত্য মিথ্যা -কোন কথাই তোলা যায় না!

সে কারণে কোথাও যাই না,
কারও সাথে দেখা করি না।
অপেক্ষা করি,
১০০
২০০
৩০০
বছর অপেক্ষা করি।

ওরা আমাকে খুঁজতে আসবে,
একদিন কোথাও শান্তনা পাবে না,
আমি তাই অপেক্ষা করি-
১০০
২০০
৩০০
বছর অপেক্ষা করি।

আমাকে ওরা পাবে না।
আর আমাকে পাবে না।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধঅর্ন্তগত – কবি এম আসলাম লিটন এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে