“তোমার জন্য”- শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়ালের কবিতা

0
512
কবি-এনকে

তোমার জন্য
শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল

তোমার জন্য রাত্রি জেগে
এক পৃথিবী লিখতে পারি,
ঝাপসা হওয়া জলছবিটায়,
ভীষণ রকম গদ‍্যজারি।।

সাতটা সাগর পেরিয়ে এসে,
জোলো হাওয়ার ঝাপটা মাখি,
নিষেধ গুলোর নিয়ম ভেঙে,
অন্যরকম আঁকতে থাকি।।

সঙ্গে যাবে ?এসোনা গো!
অনেক বলা আছে বাকি,
আসবেনাতো! ভাল্লাগেনা!
মেঘলা মনেই ব‍্যাস্ত থাকি।।

আয়নারঙা চোখ দুটো যে
সোনার কাঠি- রূপোর কাঠি,
শীত গোধূলি বড্ড ছোট,
রাজপথে আজ একলা হাঁটি।।

শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল
চন্দননগর,পশ্চিমবঙ্গ, ভারত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“জীবন এক ষড়যন্ত্র” কবি আজাদুর রহমান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“প্রান্তিক বোধ” কবি কাজী আতীক“এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে