পাখসাটে… -কলকাতার কবি সোমা ঘোষ‘এর কবিতা

0
354
সোমা ঘোষ কলকাতা

পাখসাটে…

কলকাতার কবি সোমা ঘোষ

ভুলতে বসি সমস্ত কথোপকথন,
নিঃশ্বাস বেয়ে একটু একটু করে
গহ্বরে চলে-যাওয়া –
বাড়তে থাকা সেই সব
এখন পাঁজর খসে চুঁইয়ে – চুঁইয়ে পড়ে অকাতরে।
আঙ্গুল আঁচড়ানো ব্যাথারা এখন ভয়হীন,
শুকিয়ে যাওয়া আর্তনাদ জ্যান্ত চিলের পাখসাটে।
নখ ময় অনবদ্য সিরিজ সংগ্রাম শব্দ টা জলছোট্ট,
উপন্যাসের পাতা ওল্টাতে ওল্টাতে বর্ণমালার স্রোত।
পায়ে পায়ে নিকোনো উঠোন ,
চায়ের স্টল, ফুটপাত –
পাকদণ্ডী বেয়ে বেয়ে দেশ – কাল ময় –
কেবলই স্লোগান আর বিবৃতি।
ঘটনারা অনেক দূরে অনেক দূরে…তখন-
জনগণ তোমার গায়ে গুটি বসন্ত – ছোঁয়া বারণ।

কবি সোমা ঘোষ, পশ্চিমবঙ্গ; কলকাতা; ভারত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধরুপক -মোহাম্মদ আলী রনজু‘এর ছড়া
পরবর্তী নিবন্ধছায়াকাব্য -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে