শোকাঞ্জলি -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
457
শ্রী. বড়ুয়া বনশ্রী

শোকাঞ্জলি

কবি বনশ্রী বড়ুয়া

সেই বজ্রকণ্ঠের আওয়াজ শুনি
আজো ঘুমের ঘোরে রোজ;
এই বাংলায় নিত্য চলে রক্তখেকোর ভোজ।

বীর বাঙ্গালী গেয়েছিল ঘুম জাগানিয়া গান;
আজো কাঁপে সেই গানেতে উত্তাল ময়দান।
মহান তুমি গর্জে ছিলে,
সাতই মার্চের ভোরে,
বাঙ্গালী সেদিন জেগেছিল এক মিষ্টি পাখির সুরে।

সেই পাখিটি হারিয়ে গেল বুলেটে ঝাঁঝরা বুক;
পনেরো আগস্ট মধ্য রাতে,
জাতির নিখোঁজ হল সুখ।

বীরদর্পে বীর বাহাদুর
জাতির পিতা তিনি,
স্বাধীন দেশের মানচিত্র ছিনিয়ে আনলো হানি।

মুক্তি দিয়ে, স্বপ্ন দিয়ে মুজিব গেল কোথায়?
পিতা বিহীন বাঙালী আজ
ভিজছে রক্তধারায়।

শ্রী…

Advertisement
উৎসশ্রী. বড়ুয়া বনশ্রী
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে পুকুর দখল নিয়ে শিক্ষককে কুপিয়ে জখম, লুটপাট
পরবর্তী নিবন্ধউজানমুখি – কবি কামাল খাঁ এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে