উজানমুখি
কামাল খাঁ
অন্তহীন শুরু…অন্তহীন শেষ…
মনেকরি সময় এক তীব্র খরস্রোতা নদীর নাম।
উজানমুখি জীবন,
জল ধাবমান…
পৃথীবিভরা মানুষের ঝাঁক
যাচ্ছে উজানজলের দিকে
আসলে জল-ই যাচ্ছে, জীবন যাচ্ছে না
এই নগর যাচ্ছে না, অট্টালিকা যাচ্ছে না
এই সমরাঙ্গন যাচ্ছে না
আগডুম বাগডুম কিছুই না
শুধু প্রাণটুকু স্রোতের ভেতর
উজানমুখি দণ্ডায়মান টিকে থাকা কেবল
এইখানে এসে আর মনেকরবার কিছু নেই
সত্য উঁকি দিচ্ছে বারবার।
অতএব, কোলাহল যাচ্ছে
আর জীবন পরিক্রমা অনুষঙ্গ-প্রসঙ্গ সব
স্বচ্ছ ধারালো জলেরধারা
থামামাত্র ত্বরিত সরিয়ে নিচ্ছে
পিছনের দিকে জীবনের শবদেহ
কোথায়? কতদূর…!
Advertisement