ভালোবাসার সন্ধান
সৈয়দ মিলন‘এর কবিতা
ওহে কন্যা প্রকৃত ভালোবাসা খুজছো,
তবে কেন দামি বাইক আর
ধনী বাবার ছেলের পিছে ঘুরছো।
তুমি যে সুখ খুজে বেড়াচ্ছো,
তা হয়তবা রয়েছে গাছতলাতে
কিন্তু সেই সুখ তুমি
বোকার মতো খুজে বেড়াচ্ছো দশতলাতে।
সব থেকে আশ্চর্যের বিষয়,
তোমাদের চোখ সর্বদাই থাকে উচুতে।
তাই তোমরা বুঝতেই পারো না,
পৃথিবীর সব থেকে ভালো বস্তুটিই থাকে নিচুতে।
ধনী বাবার দামি বাইকআলা ছেলেটি
যখন করে তোমার সর্বনাশ,
তখন তুমি হতে চাও লাশ।
সর্বদাই ভাবো করেছি বড় ভুল,
এখন কি করে দেব তার মাশুল।
Advertisement