দুর্নীতি
লুটে পুটে খেতেই আমি
হইছি বড় নেতা….
অমজনতা জ্বলে কেন?
কেনই মাথা ব্যাথা..?
দল করি ক্ষমতা আমার
দেশটা খাব গিলে..!!
পারলে তোমার ঠেকাও দেখি
চৌদ্দ গুষ্টি মিলে….!
নেতা আমি আমার অাছে
হট কানেকশন…
তর্জনী দিয়ে চড়াই আমি
তামাম প্রশাসন…
নেতা হইছি ক্ষমাতা অামার
বুঝিনা অমি কিছু…
ছুটছি আমি ঘোড়ার মত
কাল টাকার পিছু……
আমজনতা বগোল বাজাও পারলে ছিড় চুল….
আমি নেতা বসেই খাব
তামাক পাতার গুল….
অন্তে সমর ব্যাঞ্জন বর্ণ
হুংকারে আজ ছুটছি আমি
জীহাদ তরীর রথে….!
আর কত কাল ঘুমাবি তোরা
আয়রে আমার সাথে……!!
গর্জনে আজ গগন ফাটা
চিৎকারে কর জিজ্ঞাসা…..!
নইলে মোদের দুর হবেনা
অন্ধকারের দুর্দশা……….!!
মরবো নাকো জীবন দেব
জীহাদ শামিল মেলায়…..!
ধিক্কার দেই যে তোমাদের
চলছে অবহেলায়………..!!
যদি তোমার বিবেক জাগে
গেলাম আমি বলে………!
আমার পথের হাল ধরিও
আমি শহীদ হলে………..!!
তোমার জন্য ক্রন্দন পথ
চাই না রেখে যেতে…….!
তাই তো আমি জীহাদ করি
ফুল বাগিচা দিতে…………!!
দালাল……
আমি দাদু জব্বর টেটন
কোন গরুটা চাও…
গরুর সাথে বাছুর পাবে
সেটা পাবে ফাও…
এই তো সেদিন মদন কাকা
মহিশ কিনবে কিনা….?
গাধাটাকে কিনে দিলাম
বলে মহিশ ছানা…
আমি দাদু বেজায় টেটন
বুদ্ধিতে আমি চতুর..
কত পন্ডিত আমার পাল্টে
দেউলিয়া আর ফতুর…
তোমার জন্য গরু কিনতে
করবো হাটাহাটি…
ছাগল দামে কিনে দেব
মস্ত বড় হাতি…..
তাইতো বলি ওসব ছেড়ে
এসো আমার পিছে..
আমি জানি লাভ ক্ষতিটা
আছে দাদু কিসে….
বিচার…….
(প্রসঙ্গ : নলডাঙ্গায় ইউপি সস্যের হাতে মার খেল এক নারী)
হায়রে মেম্বর হায়রে নেতা হায়রে আমার জনগন…..
কার কাছে গেলে বিচার পাবো মাথা ঘুরে ভনভন….
ফক্কর আলী মেম্বর আজ বড়ই ডাটের বেটা…
নেতা হয়ে আমজনতাক করছে লাঠি পেটা…
আমরাও সালা জব্বর মরদ ওদেরি দেই ভোট….
কি আর করা খেতেই হবে ওদের পায়ের চোট….
আমজনতা কাঁদতে থাকো
দুঃখ নিয়ে বুকে….
বিচার আমি করে দিলাম
প্রশ্রাব করে ওদের মুখে….
দুঃক্কু
দুঃক্কু আমার দেশটা নিয়ে
দুঃক্কু আমার তুই…………
জামার বোতাম সেলাই
করতে হাতে ফুটেছে সুই..
দুঃক্কু আমার স্বপ্ন গুলো
কেন দেখিনা দিনে……….
ঠকে গেলাম দুধের আশায়
গাধাটকে কিনে……………
দুঃক্কু আমার ভোট নিয়ে ভাই
ভোট টা দিব কাকে……….
পা ধরে সে কাদঁছে বসে
ভোট দিব না যাকে……….
দুঃক্কু আমার মিথ্যে কেন
মানুষ হজম করে……..
দুঃক্কু আমার চোরের ভয়ে
থাকতে হবে ঘরে………
দুঃক্কু আমার দেশটা তাদের
উপোষ থাকে যারা……….
আমাদের ভোটে নেতা হয়ে
আমাদের মারে তারা……