ছোট্ট অবুঝ সুপকা আর বাবা বলে ডাকবে না! নাটোরে করোনায় প্রথম পুলিশ অফিসারের মৃত্যু
নাটোর কণ্ঠ;
ছোট্ট অবুঝ শিশুুুু সুপকা আর বাবা বলে ডাকবে না, বাবা ডাকার মানুষটি চিরতরে হারিয়ে গেলো সুুুুুপকার। করোনার এই মহামারিতে সম্মুখ যুদ্ধের একজন সৈনিক ছিলেন বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত সুমন আলী। তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।আজ থেকে ইন্সপেক্টর সুমন আলীর একমাত্র মেয়ে সুপকা বাবা হারা হয়ে গেলেন। পরিবার পরিজন আর শত সহকর্মীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
করোনায় আক্রান্ত নাটোরের বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ সুমন আলী মারা গেছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যান।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)তারেক জুবায়ের বুধবার দিবাগত মধ্যরাতে পুলিশ সদস্য সুমন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৭ আগষ্ট তিনি করোনায় আক্রান্ত হলে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।