নাটোর কণ্ঠ: নাটোরের জনপ্রিয় একজন মানবিক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। সবাই তাকে ভালোবাসতেন। তার অধিনস্ত কিংবা ঊর্ধ্বতন সবাই ভালোবাসতেন স্নেহ করতেন শ্রদ্ধা করতেন।বিভিন্ন সময় মানুষের দুর্যোগে তিনি এগিয়ে গেছেন দুস্থ অসহায় মানুষের পাশে। কিন্তু আর শেষ মুহুর্তে প্লাজমা প্রয়োজন ছিলো। পেয়েছিলেন কি আমরা তা জানিনা। তিনি চিকিৎসাধিন অবস্থায় ফেসবুকে প্লাজমা চেয়ে পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন-” আমার নিজের B-ve প্লাজমা লাগবে। কেও কি covid -19 এ আক্রান্ত ছিল কিন্তু এখন সুস্থ
০১৭৭৭০১২৮৩৯
অনেক শেয়ার দিন“- তার এই চাওয়া শেষ পর্যন্ত পুরন হয়েছিলো কিনা জানা নেই । তার সহকর্মী লিটন সাহাও পোস্ট করেছিলেন- “একটি মানবিক আবেদন।
খুবই জরুরী
নাটোর জেলার বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সুমন আলী Covid-19 এ আক্রান্ত হয়ে বর্তমানে পুলিশ হাসপাতাল রাজারবাগ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।তার জন্য জরুরী ভিত্তিতে বি নেগেটিভ প্লাজমা দরকার। আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল।
যোগাযোগের ঠিকানা
শাহরিয়ার রাফাত রনি
মোবাইল নাম্বার 01777012 839”
তার জরুরী প্লাজমা প্রয়োজন ছিলো। পেয়েছিলেন কি না আমরা তা জানিনা। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
তার এক সহকর্মী বর্তমানে ডিবি পুলিশের রয়েছেন লিটন সাহা তার ফেসবুক পোস্ট লিখেছেনঃ-
“এত এত প্রহসনের মাঝে ভগবানের আরো একটি প্রহসন। ভালো একজন মানুষকে আরো তো কিছুদিন আপনি আপনাদের এই নষ্ট পৃথিবীতে থাকতে দিতে পারতেন। তার যে অনেক দায়িত্ব ছিল তার পরিবারের প্রতি। একমাত্র ফুটফুটে ছোট মেয়ে সুপকা, সদালাপি ভাবী, বৃদ্ধ পিতা-মাতা, একমাত্র ছোট ভাই সকলেই যে তার উপর নির্ভরশীল। আরো কয়টা দিন কেন সময় দিলে না তুমি?? ভাল মানুষগুলো এভাবে অসময়ে চলে গেলে যে, সমাজ শুদ্ধ হবে না। কত স্মৃতি স্যার আপনার সাথে। ডিপার্টমেন্টের গন্ডি পেরিয়ে কখন যে তা আত্মিক সম্পর্ক হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি।
স্যার আমার সাথে আপনার বলা শেষ কথা ছিল ” লিটন আমার খুব শ্বাস কষ্ট হচ্ছে আমার কথা বলতে কষ্ট হচ্ছে”
হে ভগবান তুমি তাকে স্বর্গের শ্রেষ্ট স্থানে তাকে স্থান দিও। পরিবারকে দিও এই শোক সইবার ধৈর্য্য আর ক্ষমতা।”
একজন সাংবাদিক তার ফেসবুক পোস্ট লিখেছেন-
প্রিয় সুমন ভাই আর নেই… বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, প্রিয় সুমন ভাই আর নেই।। করোনা ভাইরাসের হাত থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানুষকে রক্ষার জন্য নিজের জীবনটাই দিয়ে উৎস্বর্গ করে দিলেন সুমন ভাই। অত্যন্ত মেধাবী,মিশুক,ভদ্র,অমায়িক মানুষ ছিলেন সুমন ভাই।। নাটোর সদর থানার ওসি ( তদন্ত) থাকাকালে তার সাথে আমার পরিচয় হয়। কিছুদিন আগে তিনি বড়াইগ্রাম থানায় যোগদান করেন ।। সম্প্রতি সুমন ভাইয়ের করোনার ফলাফল পজেটিভ আসেন। পরে শারিরিক অবস্থা খারাপের দিকে গেলে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন আলী রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হোন।সেখানে চিকিৎসাধীই অবস্থায় আজ রাতে তিনি ইন্তেকাল কদ্দন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।( ইন্নালিল্লাহে…… রাজেউন) সুমন আলী (৩৮) চলে গেছেন না ফেরার দেশে। তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনে চিকিৎসাধীন ছিলেন। তার অকাল মৃত্যুতে নাটোর জেলা সহ সারা বাংলাদেশের পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। ইন্সপেক্টর সুমন আলীর স্ত্রী ও ছোট্ট একটি মেয়ে রয়েছে।
মহান সৃষ্টিকর্তা তাকে বেহেশত নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি নাটোর কন্ঠ পরিবার গভীর সমবেদনা প্রকাশ করছে। তাঁর আত্মার শান্তি কামনা ও গভীর শোক প্রকাশ করছে।