অনুকাব্য : ব্যাকরণ
কাব্যকার : নাজনীন নাহার
ব্যাকরণ মেনে যদি ব্যঞ্জন সাধি
সন্ধি সমাস মেনে প্রেম,
হবে কী ভজন সাধন প্রণয়ে প্রিয়
জমবে কী পেয়ারাতে জেম।
ভুলে থেকে বিধাতারে মত্ত থেকে মোহে
কাটেনা কো ভোগের রেশ,
জীবনের বেলা শেষে ঈশ্বর ভজে ক্লেশে
স্বর্গটা লাগে বড়ো বেশ!
Advertisement