জাতির পিতা
যুক্তরাজ্য প্রবাসী কবি শাহারা খান
ভোর থেকে আজ মনটা আমার,
করছে কেমন হা হুঁতাশ।
আজকে পিতার মৃত্যু দিবস,
তাইতো বইছে বৈরী বাতাস।
পনেরই আগষ্টের কালো রাতে,
ঘটেছিল ইতিহাসের নিষ্টুর বর্বরতা।
সপরিবারে খুন হলো বঙ্গবন্ধু,
কেমনে ভুলি এই নৃশংসতা।
পাষাণ ওদের কাঁপেনি হাত,
কেমনে করলো বুলেটের আঘাত?
ওরা বঙ্গবন্ধুকে মারেনি শুধু,
করেছে পুরা বাংলাদেশকে ঘাত।
আজো কানে বাজে,
বঙ্গবন্ধুর বজ্রকন্ঠের আহবান।
যার তরে উজ্জীবিত বাঙালী জাতি,
স্বাধীনতা আনতে হয়েছিল আগুয়ান।
জাতির পিতা হারায়ে তোমায়,
আমরা আজ বড় অসহায়।
দেশ নেতৃত্বে এমন মহান নেতা,
এ জগতে আর পাবো কোথায়?
মরণ তোমায় নিলেও কেড়ে,
থাকবে অমর হৃদয় গভীরে।
অপারে তুমি ভালো থেকো পিতা,
দোয়া জানাই প্রভুর দরবারে।
Advertisement