নাটোর সংখ্যালঘু মুক্তিযোদ্ধা পরিবারের নারীদের উপর হামলা, উচ্ছেদের হুমকি

0
463

নাটোর সংখ্যালঘু সম্প্রদায়ের মুক্তিযোদ্ধা পরিবারের নারীদের উপর হামলা, মারপিট ও উচ্ছেদের হুমকি

নাটোর কণ্ঠ: নাটোরের বড় হরিশপুর ইউনিয়নের রবিরহাট এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নারী ও পুরুষদের উপর হামলা, মারপিট, লুটপাট করেছে স্থানীয় একদল দুস্কৃতিকারী।৷ সন্ত্রাসীরা শুধু মারপিট করেই ক্ষান্ত হয়নি উচ্ছেদের হুমকি দিচ্ছে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গঙ্গাপদ সরকার এবং তার পরিবারের সদস্যদের জানা যায়।

জানা যায়, সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের রবিরহাট গ্রামে পূর্বে বেশ কয়েক ঘর সংখ্যালঘু পরিবার বাস করতো। নানা কারণে তারা জায়গাজমি বিক্রি করে অন্যত্র চলে যায়। কিন্তু মুক্তিযোদ্ধা গঙ্গাপদ বাপ দাদার ভিটা আকঁড়ে পরেছিলেন। তিনি জীবিত অবস্থায় কেউ তাদের পরিবারের দিকে তাকিয়েই দেখতে সাহস পাননি। তিনি মারা যাওয়ার পর সংখ্যালঘু পরিবার বসত বাড়ি এবং জমির উপর নজর পরে প্রভাবশালী জালাল উদ্দীন এবং ছেলেদের। তারা বিভিন্ন সময় পরিবারটির বসতবাড়িতে ইট পাটকেল নিক্ষেপ সহ জায়গাজমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছিল। কিন্তু তারপর ও গঙ্গাপদের পরিবার মুখ বুজে সব সহ্যা করে আসছিল।
হঠাৎ করে শুক্রবার সকাল ১০ টায় জালাল উদ্দীন, স্ত্রী মরিয়ম বেগম, দুই পুত্র সুজন,ইমান এবং ইমান উদ্দীন ও তার ছেলে মামুন লাঠিসোঁটা, লোহার রোড নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বাসায় প্রবেশ করে নারী সদস্যদের মারপিট শুরু করে। সন্ত্রাসীদের মারপিটে গঙ্গাপদের পুত্রবধু রিপা রানী,কন্যা শ্যামলী রানী,সোহাগী রানী এবং ছেলে দুধ কুমারকে এলোপাথাড়ি মারপিটে রক্তাক্ত জখম করে। পরে রক্তাক্ত জখম অবস্থায় রিপা রানীকে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সন্ত্রাসীরা মারপিট করেই ক্ষান্ত হয়নি। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে পরিবারটিকে।। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।।

এ ব্যাপারে নাটোর সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআমি বিষয়ক আত্মোপলব্ধি ও একটি নিবন্ধ -রফিকুল কাদির
পরবর্তী নিবন্ধআসুন আমরা নিঃস্বার্থভাবে দেশের কল্যাণে কাজ করি – এমপি বকুল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে