ভালোবাসি তাদের
মহিউদ্দিন ফারুক অপু
আমি ভালোবাসি,
ভালোবাসা চির অমৃত ।
সদা সাধ্য নিজের মধ্য
দৃষ্টিসীমার অগোচরে,
অমিত আশায় উচ্ছ্বোলতা
মানবীকতার অন্তরে।
আক্ষেপ সাধন,নয়তো প্রয়োজন।
প্রয়োজন নিমিত্তে সবাই আপন।
কুজন কার সাধ্য আছে,
রহিতে মোরে আজ।
দুষ্টুচারিদের নৃশংসতায়
খুঁজতে হবে বেদুঈনের সাজ।
তবে,যাই হোক যেটাই হোক,
আমি ভালোবাসবো তাদের।
বেঈমানদের বিচিত্র বদনের
মুখোমুখি হয়েছি আমি।
স্বার্থের অথই স্বার্থে,
কে বা আপন কে বা পর
জানে শুধু ঐ অন্তরজামি।
অমানুষ রূপী মানুষ তোমরা,
কুলোষিত করেছো সমাজ।
ইতিহাসের আস্তাকুঁড়ে
পরে থাকবে যে,
আমি লিখে দিলাম আজ।
ভালো যখন বেসেছিলাম,
ভালো আমি বাসবো।
তাদের চরিত্রের নাটকীয়তায়
শুধু আমি হাসবো।
Advertisement