শখের সন্ন্যাসী -কবি রুমি চৌধুরী‘এর কবিতা

0
436
Rumi Chowdhury

শখের সন্ন্যাসী

কবি রুমি চৌধুরী

সুর আর স্বরের মাঝামাঝিতে এসে
খেই হারিয়ে ফেলা পাখিটিও
নীড় খুঁজে পায় একটাসময়।

নাকছাবি হারানোর শোকে আকুল বধূটিও
সব ভুলে একদিন
কোমরের বিছায় খুঁজে নেয় আলিঙ্গনের সুখ।

জীবনের কাটাকুটি খেলার পর
এসো আমরাও করতলে তুলে নিই
একমুঠো রাবীন্দ্রিক প্রেম
চলো উষ্ণ বৈরাগে হই শখের সন্ন্যাসী।

Advertisement
উৎস Rumi Chowdhury
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে চুরির অপবাদে রাজ মিস্ত্রীকে পিটিয়ে জখম
পরবর্তী নিবন্ধওরা বলে -কবি রাজিব এক্কা রাজ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে