নাটোরে অবৈধ হেয়ার টনিক কারখানার সন্ধান ২ লাখ টাকা জরিমানা, সিলগালা

0
245

নাটোরে অবৈধ হেয়ার টনিক কারখানার সন্ধান ২ লাখ টাকা জরিমানা, সিলগালা

নাটোর কণ্ঠ: নাটোরে অবৈধভাবে অনুমোদনবিহীন হেয়ার টনিক উৎপাদন করার দায়ে দুই লক্ষ টাকা অর্থদণ্ড কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার অনুপুরাম হাট এলাকায় এ কারখানার সন্ধান পাওয়া যায়।
নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি জানান, অনুমোদনহীন অবৈধ হেয়ার টনিক উত্পাদন করায় দুই লাখ টাকা অর্থদণ্ড এবং কারখানা সিলগালা। আজ (২০/০৮/২০২০) সঙ্গীয় ফোর্স সহ উলুপুর আমহাটি নামক স্থানে নির্ভর হেয়ার টনিক এর কারখানায় অভিযান পরিচালনা করি। ওষুধ প্রশাসন, আয়ুর্বেদিক, হার্বাল, হোমিও বা বিএসটিআই কোন ধরনের নিবন্ধন ছাড়া নুরুজ্জোহা খোকন নামে একজন লোক চুল গজানোর ঔষধ উত্পাদন করছিলেন। নির্ভর হেয়ার টনিক প্লাস, নির্ভর হেয়ার প্যাক, নির্ভর হেয়ার কেয়ার ইত্যাদি উত্পাদন ও বিপননের অনুমোদন না থাকায় ও ওষুধ আইন ১৯৪০ এর বিধান না মানায় উক্ত কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানা সিলগালা করা হয়েছে। এছাড়া তার বিপনন কেন্দ্র নির্ভর হার্ট কেয়ার সেন্টার, চকরামপুর এর মালামাল জব্দ করা হয়েছে। প্রাকৃতিক ভেষজ উপাদান লেখা থাকলেও কারখানায় ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, টিংচার সহ আরো কিছু কেমিকেল পাওয়া গেছে। মানবদেহে মানহীন, অনুমোদনহীন এসব ক্ষতিকর দ্রব্যের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রয়েছে বলে সঙ্গীয় প্রসিকিউটর ডা: রাজেশ কুমার সাহা, মেডিকেল অফিসার, জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় গ্রামবাসীর হাতে আটক গরু চোরদের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় আপন ভাই ও তার ভাড়াটে সন্ত্রাসীদের নির্যাতনে অতিষ্ঠ পুরো পরিবার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে