নাটোরে বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ সেনাবাহিনীর

0
296

নাটোরে বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ সেনাবাহিনীর

নাটোর কণ্ঠ: নাটোরে বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে সেনাবাহিনীর একটি দল। আজ রোববার দুপুরে সিংড়া উপজেলার লালোর ইউনিয়ন পরিষদ কার্যালয় বন্যাকবলিত মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেন তারা। এ সময় আশ্রয় কেন্দ্রে আশ্রিত বন্যা কবলিত মানুষ সহ প্রায় শতাধিক পরিবার বিশুদ্ধ পানির সুবিধা গ্রহণ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নাটোর কণ্ঠকে জানান, আজ দিনব্যাপী সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের ১১ পদাতিক ডিভিশনের নির্দেশনায় এবং ১৭ প্যারা পদাতিক ব্যাটেলিয়নের ব্যবস্থাপনায় ৪ ইঞ্জিনিয়ার ব্যটেলিয়ানের পরিচালনায় এই ইউনিয়নে বিশুদ্ধ পানি সরবরাহ করছে সেনাবাহিনী। সময় ১৭ প্যারা পদাতিক ব্যাটেলিয়নের মেজর কামরুল, ক্যাপ্টেন শাফায়াত, লেফটেন্যান্ট সহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন বলে জানান ইউপি চেয়ারম্যান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামের বলিদাঘাটিতে রাস্তার এইচবিবি করন কাজের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিংড়ায় ঝুঁকিপূর্ণ বিলদহর বাজার সেডের ছাদ, দুর্ঘটনার আশঙ্কা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে