মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে হবে – এমপি বকুল

0
206

মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে হবে নাটোরের লালপুরে শোক সভায় এমপি বকুল

নাটোর কণ্ঠ।।
নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাজনীতি করতে হবে।

রোববার(২৩শে আগস্ট) লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য বকুল।

শহিদুল ইসলাম বকুল বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রদানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বদরবারে প্র্রশংসিত করেছেন। তাঁর এজেন্ডা বাস্তবায়নের জন‍্য জনগনকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের জন্য কাজ করতে হবে।

দুয়ারিয়া ইউনিয়নবাসীর উদ্দেশ্যে সাংসদ বকুল বলেন, এই ইউনিয়নে আধুনিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। সেজন্য ইউনিয়নবাসীর সহযোগিতা প্রয়োজন।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসকেন্দার মির্জা, বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল, মাহমুদুল হক মুকল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সহ দপ্তর সম্পাদক শফিক আহমেদ শফি, ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ইয়াবা সহ যুবক আটক
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে বৃদ্ধাকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে