ভাটির দেশ -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
384
Shupti Jaman

ভাটির দেশ

কবি সুপ্তি জামান

সামনে দীর্ঘ খালে বহমান জল
পিছনে প্রকান্ড জলাধারে জিওল মাছ
ডানে জঙ্গলাকীর্ণ খানাখন্দে মশাদের কলোনি
বামে প্রসারিত ঝিলের জলে শালিধান
বানের জলে সব ভেসে যায়
জলের সাথে ভেসে যায় হাঁস,
ঘর আর টানে না তারে আজকাল।
নৈঃসঙ্গের আগুনে পুড়ে যায় ফুল
বৃথাই ঝড়ে পড়ে শিউলি মাটির পরে
হাজার বছরের অনাদর বুকে নিয়ে
মাটির ঘরে শুয়ে থাকে শব।
প্রলম্বিত বিদায়ের মোহনবেলায়
সানাইয়ের করুন সুর বেজেছিল একটানা
তুমি কেঁদেই চললে অবিরত,
চোখের ভাষায় ছুঁয়ে থাকার আকুতি,
আমি পাথর চোখে চেয়ে রইলাম নিষ্পলক
আকন্ঠ পান করে নিলাম দেখে লইবার তৃষা
মন বলছিল আর কোনদিন মিটবে না তিয়াস
ফিরে আর আসবে না
আর দেখা হবে না।
তুমি জানতে একদিন পাথর গলে জল গড়াবে অবিরাম,
পাথর গলে জল নামছে, ছুটে চলছে ভাটির দেশে।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধএখনো স্বপ্নে দেখি -কবি সেলিনা আখতার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধসময়ই তো বটে…. -কবি গৌতম চট্টোপাধ্যায়‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে