ফসল ফলাবার তাড়া নেই
কবি নাসিমা হক মুক্তা
চোখ দু,টো চিরল পাতার গরল
জীবন বিচ্ছেদের তিল
সাগর পদ্মে সাঁতার কাটে ভূপৃষ্ঠের তলে
মন ফড়িঙের জোছনা
বসন্ত বীণায় ঘাইমৃগী ছেয়ে মিলেছে বাতাসে।
আহার জেগে আছে চিতার কাব্যে
ফসল ফলাবার তাড়া নেই
পতনের গর্তে ফুল মরে সার জমে
অন্যদিকে ইশারা করে জলের পা।
জানি তবুও, নদীর বিশ্রামের ঝোঁ নেই।
Advertisement