নাটোরের গুরুদাসপুরে পুকুরে বিষ, ৬ লক্ষ টাকার মাছ নিধন

0
278
নাটোরের গুরুদাসপুরে পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লক্ষ টাকার মাছ নিধন
স্টাফ রিপোর্টার, নাটোর,
নাটোর গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে গভীর রাতে একটি ৩ বিঘার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে ওই ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত লালু প্রাং এর ছেলে পুকুর মালিক মুকুল হোসেন (৪০) তার নিজস্ব ৩বিঘার একটি পুকুরে প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে বড় পোনা রুই, কাতলা, সিলভার, ব্রিগেট, টেংড়া, কালবাউস এবং দেশি পুঁটি সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছে। মাছগুলো কিছুদিন পরেই তিনি বিক্রি করতেন। গতকাল গভীর রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। ফলে সকালে সব মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় হতাশাগ্রস্থ হয়ে পরেছে পুকুর মালিক ও তার পরিবার।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ইটালীতে দোয়া, আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধনাটোরে সুগার মিলের কাছে পাওনা আখের মূল্য পরিশোধের দাবি আখ চাষীদের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে