“মা “-সুমন দত্ত’র কবিতা

0
662
সুমন

মা
সুমন দত্ত

মা যে আমার শিশুবেলার খেলার সাথী,
মা যে আমার সকল সুখের মাতামাতি।
মা ছাড়া মোর এই পৃথিবী আঁধার ঢাকা,
মা ছাড়া যে আনন্দহীন বিষন্ন থাকা।

ললাট-মাথায় মায়ের হাতের পরশ পেলে
ক্লেশ-বেদনা, মনোযাতনা যায় গো চলে।
মা যে আমার সকল কাজের স্বপ্নখনি,
কন্ঠ যে মা’র আমার কানে সুরধ্বনি।

মায়ের কাছেই আমার সকল চাওয়া পাওয়া,
সুখ মানে মোর মা’র আঁচলে হারিয়ে যাওয়া।
মায়ের হাসি, মায়ের খুশি দেখলে পরে
পর্ণকুটির স্বর্গ সুখে যায় যে ভরে।

আজ প্রভাতে নিজের সঙ্গে করেছি পণ,
দুঃখ দিয়ে কভু মায়ের ভাঙবো না মন॥

মাকে দেখিনা অ-নে-ক দিন।
আমার মায়ের মধুর হাসি
দেখলে প্রাণটা ভরে যায়।
খুব মিস করছি মা তোমাকে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ভালবাসি”- এম আসলাম লিটনের কবিতা
পরবর্তী নিবন্ধজোসেফ ক্যাম্পবেল বললেন -স্বকৃত নোমান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে