নাটোর কণ্ঠ:
বড়াইগ্রাম উপজেলার দাসগ্রামে হয়ে গেল ইন্টারনেট থেকে আয় বিষয়ক আলোচনা সভা ও ছবি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।
শনিবার বিকেলে দাসগ্রাম সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার বিজ্ঞান ভবনে এ অনুষ্ঠান আয়োজন করে ফেসবুক ভিত্তিক প্লাটফর্ম হৃদয়ে দাসগ্রাম। অনুষ্ঠানে ইন্টারনেট থেকে আয় বিষয়ে নিজ নিজ মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন তরুণেরা।
এসময় তারা বলেন, প্রযুক্তির উন্নয়নে আজ গ্রামও ইন্টারনেট ব্যবহারের সুযোগ অবারিত হয়েছে। এখন গ্রামের অধিকাংশ তরুণই ইন্টারনেট ব্যবহার করে। তবে পরিতাপের বিষয় এ বিষয়ে খুব একটা জানা নেই বেশিরভাগের। এ বিষয়ে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা জানা গেলে গ্রামের উঠতি তরুণদের সামনেও অন্তর্জাল জগতের নতুন দুনিয়া খুলে যেত।
এ বিষয়ে চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক ও হৃদয়ে দাসগ্রাম গ্রুপের এডমিন নাজমুস সাকিব বলেন, প্রযুক্তি সুবিধার দিক থেকে গ্রামও আজ পিছিয়ে নেই। প্রযুক্তির সুবিধাগত দিক তরুণদের সামনে উম্মুক্ত করা গেলে তারাই সম্ভাবনার দুয়ার খুলে দিবে। এজন্য দরকার সঠিক জ্ঞান ও সচেতনতা। এ লক্ষ্যে হৃদয়ে দাসগ্রাম গ্রুপের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।
পরে মাসব্যাপী ছবি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সজিব সরকারের সঞ্চালনায় পুরস্কার তুলে দেন সাংবাদিক নাজমুস সাকিব। পুরস্কার বিজয়ীরা হলেন, জুলফিকার আলী ভুট্টু, মো. রাজু আহমেদ, মামুন হোসেন রহমত, মুন্নাফ হোসেন মোল্লা, মো. মুনসুর রহমান, রকিবুল ইসলাম, তিমিয়ার হাসান তারেক, নূর হেলাল, নাজাত উল্লাহ, রাসেল মাহমুদুল, সজিব সরকার। আয়োজনের বিশেষ সহযোগী ছিল নাটোর ভিউ টুয়েন্টিফোর ডটকম।