ধারাবারিষা ফুটবল অ্যাক্যাডেমিতে খেলাধুলা সামগ্রী প্রদান করলেন রত্না এমপি

0
492

ধারাবারিষা ফুটবল অ্যাক্যাডেমিতে খেলাধুলা সামগ্রী প্রদান করলেন রত্না এমপি

নাটোর কণ্ঠ:
ধারাবারিষা ফুটবল একাডেমিকে (নাটোর – নওগাঁ, ৩৪৩) মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রত্না আহমেদ এমপি খেলাধুলার সামগ্রী প্রদান করেছেন। আজ রবিবার সকালে তার নিজ বাসভবনে একাডেমির সহসভাপতি মোঃ মাসুদুর রহমানের হাতে সব সামগ্রী তুলে দেন। এ সময় একাডেমির কোচ মোঃ ইলিয়াস কাঞ্চন, অত্র একাডেমির অধিনায়ক মোঃ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ধারাবারিষা ফুটবল একাডেমীর সভাপতি মোঃ মাসুদুর রহমান নাটোর কণ্ঠকে জানান, যুব সমাজের শারীরিক এবং মানসিক সক্ষমতা বৃদ্ধি, অবসর সময় চিত্ত বিনোদনের জন্য, যুব সমাজকে মাদক বা অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখার জন্য এবং আবহমানকালের গ্রাম বাংলার ঐতিহ্য ফুটবল খেলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের যুব সমাজের উদ্যোগে “ধারাবারিষা ফুটবল একাডেমি” প্রতিষ্ঠা করা হয়েছে। উক্ত একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আহম্মদ আলী মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোঃ বদিউজ্জামান ফারুক। বর্তমানে একাডেমিতে রেজিস্ট্রেশনকৃত খেলোয়াড় সংখ্যা ৭৮ জন। খেলোয়াড়দের অনুশীলনের সুবিধার জন্য মোঃ ইলিয়াস কাঞ্চন কে কোচ এবং মোঃ মনিরুল ইসলাম কে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একাডেমির ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করছেন ডাঃ মোঃ আক্তারুজ্জামান লিটন। আপনাদের অবগত করা যাচ্ছে যে সবার সহযোগিতা ছাড়া এতবড় প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয় বিধায় সকল ক্রীড়ামোদী পৃষ্ঠপোষকদের ধারাবারিষা ফুটবল একাডেমি পাশে দাড়ানোর জন্য সবিনয় অনুরোধ করছি। এরই পরিপ্রেক্ষিতে ধারাবারিষা ফুটবল একাডেমি কে ফুটবলের উপকরণ হিসেবে (নাটোর – নওগাঁ, ৩৪৩) মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রত্না আহমেদ এমপি তার নিজ বাসভবনে একাডেমির সহসভাপতি মোঃ মাসুদুর রহমান, কোচ মোঃ ইলিয়াস কাঞ্চন, অত্র একাডেমির অধিনায়ক মোঃ আরিফুল ইসলামের হাতে ৬টি ফুটবল তুলে দেওয়ায় ধারাবারিষা ফুটবল একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় যমুনা টিভির স্টাফ রিপোর্টার নাজমুল ও ক্যামেরা পারসন আহত
পরবর্তী নিবন্ধনাটোরে নিখোঁজ দুলু হাই স্কুলের প্রধান শিক্ষকের পরিবারের পাশে বিএনপি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে