জৈবনিক – কবি রহমান হেনরী এর কবিতা

0
246
রহমান হেনরী

জৈবনিক
রহমান হেনরী

ছায়া তার সহসা সরিয়ে নিচ্ছে— গগনশিরিষও
তবু আমি, প্রকাশ্যত, রৌদ্রালোকে দাঁড়িয়ে রয়েছি
কেবল অমৃত নয়; বহু দেবদেবতার কাঙ্ক্ষার বিষও
বাধ্য-নদের মতো, নিশিদিন, রক্তের প্রবাহে বয়েছি
সমতলচ্যুত হলে— নিরুপায়, সেজেছি গিরিশও

বয়ন-বারণ; তাই, অনিকেত পাখিদের মতো
বৃক্ষে-ডালে থেকেছি প্রস্তুত আর হালকা নিদ্রারত

দশচক্রে হয়েছি কয়েকবার প্রবাদের ভূতও!
তারপর, সামলে নিয়েছি অতিদ্রুত
ফলেছি সুন্দর ফল— রাজন্যের মাকালের গাছে
গণমানুষের অংশভাক হয়ে, জনতারও গঞ্জনা সয়েছি
জনান্তিকে, নূতন কী কথা আর বলিবার আছে?

এখন উজানে যাবো, আকস্মিকে, শোনো জলধর,
কানকো পেতেছি— কানে মেখে দাও: প্লাবনের স্বর।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপ্রতীক্ষার কূলে – সৈয়দ আনোয়ার সাদাৎ এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে ইঙ্গিত থিয়েটার- এর ৩৩ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে