বাগাতিপাড়ায় জামনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

0
263

মো. রাজিবুল ইসলাম বাবু : নাটোরের বাগাতিপাড়ায় জামনগর দোবিলা মোড়ে বাগাতিপাড়া মডেল থানার আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।

আজ রোজ বুধবার (৯-৯-২০) ইং বিকাল ৫ টার সময় জামনগর দোবিলা মোড়ে সাধারণ মানুষ মাঝে উন্মুক্ত আলোচনা করেন বিট অফিসার মোঃ তারিক বিন খালিদ,এস,আই বাগাতিপাড়া মডেল থানা, তিনি বলেন জনগন ও পুলিশ ভাই ভাই আসুন আমরা দূর্নীতি মুক্ত দেশ গড়ি । তিনি আরও বলেন আসুন আমরা মাদক মুক্ত দেশ গড়ি,মাদক একটি দেশের যুব সমাজ নষ্টের মূল কারণ। যুব সমাজ কে এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সমাজের যে কোনো অন্যায় এর বিরুদ্ধে যারা তথ্য দিবে তাদের পরিচয় গোপন রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন মোঃ- ফজলে এলাহী এ এস,আই জামনগর পুলিশ ক্যম্প, মোঃ মাসুদ আলি (মাস্টার) আহ্বায়ক ২নং জামনগর আওয়ামিলীগ, মোঃ বোরহান উদ্দিন, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার , মোঃ মহাতাব হোসেন,সাবেক সভাপতি বাগাতিপাড়া থানা ছাত্রলীগ, আব্দুল আলিম, বাগাতিপাড়া থানা সদস্য, বাংলাদেশ ওয়ার্কাস পাটি, অধ্যাপক আবুল হোসেন, পুঠিয়া লস্করপুর ডিগ্রী কলেজ, মোঃ ইনছার মন্ডল, সাংবাদিক রাজিবুল ইসলাম বাবু ,প্রমুখ।

এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানা ওসি মো. নাজমুল হক মুঠোফনে বলেন, দেশ ও জনগনের সকল সুযোগ সুবিধার জন্য আজকের এই মতবিনিময় সভা। তিনি আরো বলেন,সাধারণ মানুষের কোনো রকমের হয়রানি যেনো না হয় এবং পুলিশ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা প্রদান করবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নে ১৪টি সোলার প্যানেল বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরে ভূমি অফিসের কম্পিউটার চুরি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে