গাছের আত্মকথা -কবি নুর মহাম্মদ‘এর কবিতা

0
348
নুর মহাম্মদ

গাছের আত্মকথা

কবি নুর মহাম্মদ

হাজার বছর ধরে আমি ও আমার
পূর্ব পুরুষেরা তোমাদের ছায়া দিয়েছে।
ঝড়,সাইক্লোন এর হাত থেকে রক্ষা করেছি।
কত ক্লান্ত পথিক কে ছায়া দিয়েছি।
প্রতি বসন্তে কত নতুন সাঝে সেঝেছি
তোমাদের মনোরঞ্জনের জন্য।
আমার রুপ দেখে ও দেখিয়ে
হয়েছে কতজনার মিলন,
হয়েছো কতজন বিখ্যাত।
আজন্মকাল ফিরাইনি কাউকে খালি হাতে।
বিলিয়ে দিয়েছি তোমাদের সব যা কিছু ছিল নিজের।
আজ এই তোমাদের প্রয়োজনেই
কেটে ফেলবে আময়।
আর তো মাত্র কিছুটা সময়।
তোমরা মানুষেরা শুধু নিতেই যানো।
কাটো তোমরা আময় ও আমাদের।
প্রসস্থ হোক এই জনপদ
কোলাহল পূর্ণ হোক কানায় কানায়।
শুধু অনুরোধ একটাই
তোমরা নিজেরা বাচার জন্য হলেও,
প্রত্যেকেই একটি নতুন জীবন
রোপণ করো।
যেন আমি ও আমরা আবার না হয়,
ঐ নতুন জীবনে এসে তোমাদের
অক্সিজেন বিলিয়ে যাবো।।।।

Advertisement
উৎসনুর মহাম্মদ
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
পরবর্তী নিবন্ধনাটোরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে