নাটোরে জমি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন প্রতিবন্ধী নূর মোহাম্মদ

0
281

নাটোর কণ্ঠ:
নাটোরে নিজের জমি ফিরে পেতে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন নুর মোহাম্মদ নামে এক প্রতিবন্ধী। সোমবার দুপুরে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের জমি ফিরে পেতে আকুল আবেদন জানান অসহায় ওই পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নাটোর সদর উপজেলার আগদীঘা স্কুল পাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী নুর মোহাম্মদ পৈতিক সূত্রে মোট ৮বিঘা ১৭ শতাংশ জমির মালিক হন। নুর মোহাম্মদ নিজে প্রতিবন্ধী অন্যদিকে তার স্ত্রীও সহজ সরল নিরক্ষর মানুষ হওয়ায় তাদের সমস্ত জমি এতদিন তার বড় ভাইয়ের জামাই নাটোর পুলিশ লাইনে কর্মরত মাসুদ দেখভাল করতেন। অভিযোগ করা হয়, জামাই মাসুদ নানা উছিলায় নুর মোহাম্মদকে রেজিষ্ট্রি অফিসে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে সকল সম্পত্তি নিজের ও স্বজনদের নামে লিখে নেন। এই অবস্থায় জমি মালিকানা ফেরত চাইলে মাসুদ নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।

এব্যাপারে মাসুদের সাথে কথা বলার জন্য তার (০১৭২২৩৬১৩৮৩) নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নুর মোহাম্মদ, তার স্ত্রী ফরিদা বেগম, তার পালিত পুত্র হাফিজুর ইসলাম, গ্রাম্য প্রধান আসগর আলী উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোআ
পরবর্তী নিবন্ধনাটোরের ঐতিহ্যবাহী মহারাজা স্কুল এন্ড কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে