তোমার শেষ চিঠির উত্তরে
দেবাশীষ সরকার
প্রিয়তমা অশ্লেষা
তোমার শেষ চিঠিতে তুমি লিখেছো
তোমার কবিতার সমস্ত শরীর জুড়ে
শুধুই আমার বৈকালিক ঘ্রাণ,
আমার স্মৃতির বিষবাষ্পে তুমি হয়ে আছো
আকণ্ঠ নীল শুধুই নীল,
তুমি থমকে গেছো মহাকালের কক্ষপথে…
প্রশ্ন করেছ, লিখে কি হবে আবার..?
আমি যদি বলি, মিলন কি অবশ্যম্ভাবী!
কেন কেন এই আকুতি!
উন্মুক্ত অবারিত আকাশ, সমুদ্রের নীল জলরাশি, উদার পাহাড়ের হাতছানি, ডুবে যাওয়া চাঁদের মৃন্ময়ী আলো-আঁধারির লুকোচুরি, সব সব-ই তো আছে তোমার কাছে!
আমি জানি এসব কিছু দিয়েই তোমার নির্বাক শব্দরা একদিন সরব হবে, মুক্তি ঘটবে আমার স্মৃতির….
আর আমি! হারিয়ে যাব স্মৃতির অতল গহবরে!
পরিশেষে আমার শেষ প্রার্থনা, ভালো থেকো তুমি…..
ইতি
সোহাগ
Advertisement